25
শামীম খানঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ক্ষতিগ্রস্থ হলে দেশও ক্ষতিগ্রস্থ হবে। আমি চাই না আমার এলাকার কোন কৃষক ক্ষতিগ্রস্থ হোক।
আমি সব সময় আমার এলাকার কৃষক ভাইদের মুখে হাসি দেখতে চাই। আমি আমার এলাকার কৃষক ভাইদের সাথে সুখে দুঃখে থাকতে চাই।
বৃহস্পতিবার(২০আগস্ট) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মাঠে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষদের মাঝে আমন ধানের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ হাসান আলী,
থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক ও স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান প্রমুখ।
পরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের হতে আমন ধানের চারা তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।