298
শামীম খানঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় ছিলো বলেই আজ এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসার ভবন গুলো আধুনিকভাবে ৪ তলা ভবন তৈরী করা হচ্ছে। যা বিগত দিনের কোন সরকারই তৈরী করতে পারেনি।
আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব বলেই এসব আধুনিক ভবন তৈরী করছে। আওয়ামী লীগ সরকার শিক্ষাঙ্গন নিয়ে রাজনীতি করেন না। সে কারণেই শিক্ষার পরিবেশ আজ উন্নতি হচ্ছে। মঙ্গলবার(১৩অক্টোবর) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি একথা বলেন।
মান্দারবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম,এ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ময়জদ্দীন হামীদ,
মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ, উপজেলা একাডেমী সুপার ভাইজার অভিনাস কর্মকার, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ হাসেম আলী, মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী তুহিন হোসেন প্রমুখ।
এর পূর্বে ৪তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।