229
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জানুয়ারি থেকে মার্চ মাস (২০২০) পর্যন্ত মোট তিন মাসের আর্থিক অনুদানের চেক ছাড় হয়েছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এ টাকা তুলতে পারবেন। মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের অনুদানের চেক বৃহস্পতিবার (৯ এপ্রিল) পাঠানো হয়েছে। শিক্ষকরা ১৬ এপ্রিল পর্যন্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে অনুদানের টাকা তুলতে পারবেন।
স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-১৬৮ তারিখ: ০৯/০৪/২০