16
শামীম খানঃ
এক দিকে বিশ্ব ব্যাপী মহামারী করোনা ভাইরাস। আর এক দিকে ঘূনী ঝড় আম্ফানের তান্ডবে লণ্ড ভন্ড হয়ে যাওয়া অসাহায় মানুষ গুলো যখন দিশেহারা তখন এলাকার সেই অসহায়-গরীব আর দুস্ত মানুষের পশে দাড়ালেন এলাকার সমাজ সেবক নাজমুল হুদা জিন্টু।
তাদের হাতে তুলে দিয়েছেন চাল,ডাল আলুসহ খাদ্র সামগ্র। ঠিক তেমনি ভাবে অসহায়-গরীব আর দুস্ত মানুষদের পবিত্র ঈদুল ফিতরের আনান্দটা ভাগাভাগী করে নিতে গত শনিবার(২৩ মে) সকালে মহেশপুরের ভৈরবা বাজারে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ২৫শ’ পরিবারের মধ্যে সেমাই,চিনি,কিচমিস,বাদাম আর ডাল তুলে দিলেন এলাকার সমাজ সেবক ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা জিন্টু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান,ভৈরবা পুলিশ ফাঁড়ির এএস আই হুমাযুন কবীরসহ বিভিন্ন এলাকার আওয়ামীলীগের নেতৃ বৃন্দ।