মিজানুর রহমান, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুর-৩ আসনের মামননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক আজ বুধবার সকালে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা গ্রহণ করেন।
তিনি বলেন, আমি টিকা গ্রহণ করেছি এবং সম্পূর্ণ ভালো আছি। সকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করুন কার্যক্রম সফলভাবে সম্পাদন করার জন্য।
সকলে নিবন্ধন করুন এবং করোনা ভাইরাসের টিকা গ্রহণ করুন। গুজবে কান দেবেন না।
বাংলাদেশে মোট জনসংখ্যার ৮০ শতাংশ, অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। প্রত্যেককে দুই ডোজ টিকা দেওয়া হবে।
প্রাথমিকভাবে প্রথম ডোজের আট সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা হলেও সেখানে পরিবর্তন এসেছে। আরও আগেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন।