গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ–পরিদর্শক (এসআই) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি (তদন্ত) খসরু যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।
সোমবার বিকালে নমুনা পরীক্ষায় ওই পুলিশ কর্মকর্তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। পুলিশের ওই কর্মকর্তা গাছা থানায় কর্মরত।
গত রোববার ওই বাড়ির ৯২ জন সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সোমবার নমুনা পরীক্ষায় এসআইসহ তিনজনের করোনা পজিটিভ আসে।
জানা যায়, গত শনিবার থানার ৫০০ মিটার দূরে পূর্ব কলমেশ্বরে মামুন মিয়ার বাড়িতে এক নারী ব্যাংক কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এ সময় বাড়িটির ২২টি পরিবারকে লকডাউন করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জান। ওই বাড়ির একটি ফ্ল্যাটে ওই এসআই সপরিবারে বসবাস করতেন।
এ নিয়ে গাজীপুরে ৩৫ জন করোনা পজেটিভ শনাক্ত হলেন। এদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে।