6
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার সহসভাপতি জোর্ডি কার্ডোনের।
তবে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। এ নিয়ে কাতালান ক্লাবটির মোট তিনজন কোভিড–১৯ রোগে আক্রান্ত হলেন। কার্ডোনের অবশ্য দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেও মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে জানানো হয়েছে।
চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ১১ লাখ মানুষ। মৃত্যুর খবর পাওয়া গেছে ৬০ হাজার মানুষের। বিশ্বের ১৮১টি দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এ দেশে আক্রান্ত ৭০ জন আর মৃত্যুর খবর পাওয়া গেছে ৮ জনের। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো শনিবার খবরটি জানিয়েছে।