উৎস ডেস্কঃ
করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া । বুধবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও বৈশাখী বড়ুয়া।
বুধবারই ইউএনও ও ঢাকাফেরত এক ব্যাংক কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
চাঁদপুর জেলা লকডাউন ঘোষণার পর হাজীগঞ্জ উপজেলাকে করোনামুক্ত রাখতে জনসচেতনতা ও লকডাউন কার্যকর করতে দিন-রাত মাঠে কাজ করেছেন ইউএনও।
ইউএনওর ধারণা, লকডাউনের মধ্যে করোনা সংক্রমণরোধে দায়িত্ব পালন করতে গিয়েই তিনি করোনায় আক্রান্ত হন। দেশে করোনার প্রাদুর্ভাব দেখা যাওয়ার পর থেকেই জনসচেতনতায় কাজ করতে দেখা গেছে তাকে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, যেহেতু নির্বাহী কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে, তাই এখন তিনি সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী চলবেন।