সুব্রত,কলকাতা :
শুক্রবার দুপুরে সিল করে দেওয়া হল পূর্ব কলকাতার বিস্তীর্ণ অংশ।কেন্দ্রের প্রকাশিত তালিকায় নাম রয়েছে কলকাতার। এরপরই পূর্ব কলকাতার রাজাবাজার, মানিকতলা, নারকেলডাঙা, কাকুরগাছি এলাকা সিল করা হল। এইসব এলাকায় মূল রাস্তা থেকে বিভিন্ন গলিতে প্রবেশ সম্পূর্ণরূপে আটকে দিল পুলিস। এই এলাকাগুলিতে বিভিন্ন পাড়া বা গলিতে ঢুকতে ও বেরতে গেলে পুলিসের অনুমতি লাগবে।
এরপরই এদিন নারকেলডাঙা মেইন রোডও সিল করে দেওয়া হয়। শহরে এই প্রথম কোনও বড় রাস্তা সিল করা হল। পাশাপাশি পূর্ব কলকাতার এই এলাকাগুলিতে বাজার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হল।
বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আবার ভিতর থেকে এলাকার লোককে বাইরে বেরতে দেওয়া হবে না। করোনার সংক্রমণ ঠেকাতেই এলাকা নির্বাচন করে সিল করার পরামর্শ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দ্বিতীয় দফার লকডাউনে হটস্পট এলাকাগুলিতে কড়া নজর দিতে বলা হয়।
৩ মে পর্যন্ত জারি লকডাউন। দ্বিতীয় দফায় আগের থেকে আরও বেশি সতর্কতার সঙ্গে লকডাউন পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।