শনিবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বেতগাড়ির করোনা উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।একটি দোকান ঘরে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। স্বাস্থ্যকর্মীরা রাতেই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন।
মৃত বৃদ্ধের নাম মোহাম্মদ আলী প্রামাণিক। তিনি শাহানপুর উপজেলার বেতগাড়ি মধ্যপাড়ার মৃত কাজেম উদ্দিনের ছেলে।
শনিবার বিকালে বেশি অসুস্থ হলে হটলাইন ৯৯৯ ও ৩৩৩ নম্বরে ফোন করে কোনো সারা পাওয়া যায়নি। পরে শাজাহানপুর থানায় ফোন করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক আসেন। তার আগেই মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, বৃদ্ধ মোহাম্মদ আলী বাড়ির কাছে একটি দোকানঘরে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েকদিন ধরে তার সর্দি, জ্বর ও গলাব্যথা শুরু হয়।
এরপর স্বাস্থ্যকর্মীরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।
রোববার সকালে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ পারভিন জানান, বৃদ্ধ মোহাম্মদ আলী বাড়িতে নয় আলাদা দোকান ঘরে থাকতেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো স্থান বা এলাকা লকডাউন করার ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে আলাচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।