13
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। মানিকগঞ্জে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মেজর ফেরদৌসের নেতৃত্বে বৃহস্পতিবার ওই খাদ্য সহায়তা দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা এবং মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
এর আগেও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথম ধাপে ১০০ পরিবারকে এ ধরণের খাদ্য সহায়তা দেয়া হয়।এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান লেফটেনেন্ট কর্ণেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী।