13
উৎস ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গে একটি অভিজাত আবাসনের বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় আগুন লাগে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যে ওই বহুতলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।
এ দিন সকাল ১০টা নাগাদ কলকতার ভবানীপুরে ওই বহুতলের ১৬ তলা থেকে আগুন বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
ঘটনাস্থলে ইতিমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। উচ্চতা বেশি হওয়ায় আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডার। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।
শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এখনও স্পষ্টভাবে জানা যায়নি আগুন লাগার সঠিক কারণ।
সূত্রঃ আনন্দবাজার