মিজানুর রহমান, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন আহমেদ। বুধবার (১৩) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ তথ্য জানায়।এ বিষয়ে মাষ্টার কামাল উদ্দীন আহমেদ বলেন, পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এম.পি ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি।তিনি বলেন, আশা করছি ডামুড্যা পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌর শহর গড়ার সুযোগ করে দেবে।তফসিল অনুযায়ী, ডামুড্যা পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ জানুয়ারী। এসব মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১৯ জানুয়ারী এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারী।