1
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলন্ত অটো বাইক থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর একটায় উপজেলা বড় বৃটেনের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শান্তি রানী রায় (৩৪) উপজেলার বড়ভিটা চৌকিদার বাড়ি গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মন এর স্ত্রী।
নিহতের স্বজন মনিন্দ্র রায় ও সন্তোষ চন্দ্র রায় জানান আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য পরিবারের অন্যান্যদের সাথে অটোবাইক যোগে উলিপুরের উদ্দেশ্যে রওনা দেন শান্তি রানী।
এলাকায় মোড় নেওয়ার সময় চলন্ত অটো থেকে ছিটকে পড়ে গু্রুতর আহত হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।