কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ ফরিদুল ইসলাম (দুলু) (৫০), নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফুলবাড়ী উপজেলার অনন্তপুর মাঠের পাড় গ্রামের মৃত আজগার আলীর ছেলে।
শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীর বসত বাড়ীতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আজ কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হবে।