5
সোমবার (৩০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা-২০২০-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনেয়ারুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমেকে ব্রিফ করেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গুরুত্ব অনুধাবন করে নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
সচিব আরও বলেন, জরুরি সেবা ৯৯৯ দিন দিন সফল হচ্ছে ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এই সেবার একটি পৃথক ইউনিট হবে, যার প্রধান হবেন ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা। কেউ মিথ্যা তথ্য দিয়ে ৯৯৯ এ কল দিলে সাজা হবে বিধি অনুযায়ী।