7
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শফিকুর রহমান শফিক তার নিজ উদ্যোগে ৪নং বলুহর ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার(৯ মে) সকালে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
অদৃশ্য করোনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে গেছে মানুষের আয়ের পথ। যার ফলে আমাদের সমাজের অসহায়, দরিদ্র , দিনমজুর ও শ্রমজীবি মানুষগুলি আরো বেশি বিপদে পড়েছে।
এই মহাবিপদে সময় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুর রহমান শফিক শ্রমিক লীগের কর্মীদের নিয়ে অসহায় দুঃস্থ পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছিয়ে দেন।
এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসে আতঙ্ক না হয়ে, সবাই নিজে নিজে সচেতন থেকে ও পরিবারের সদস্যদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, করোনা ভাইরাসের মহামারী থেকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেশ ক্ষুধা মুক্ত রাখতে সমাজের সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।দুর্যোগে মনুষ্যত্বের পরীক্ষা হয়। আপনার সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ রহমতে আমাদের সকলের প্রচেষ্টায়, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এই সংকট কাটিয়ে উঠব ইনশাআল্লাহ।