3
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৩৬ জন রোগী শনাক্ত হয়েছেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। দেশের এখন পর্যন্ত মোট ২১৪ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন।
শনিবার (৮ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সংগ্রহ করা হয়েছিল ৫ হাজার ২৪৭;টি। ৩৫ ল্যাবে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হচ্ছে।