6
রাশেদ, গাইবান্ধা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে সরকারের নির্দেশনা বাস্তবায়নে গ্রামের হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হামছাপুর যুব সমাজ খাদ্যসামগ্রী নিয়ে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ালেন।
৯ এপ্রিল (বৃহস্পতিবার) কলাকাটা হামছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মরিচ, সাবান, লবন হতদরিদ্র মানুষের হাতে তুলে দেন এবং জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সাবেক ইউ’পি সদস্য সেকেন্দার আলী, সংগঠনের সদস্য সূজন, সাবু মিয়া, ফরহাদ আলী, মিলন মিয়া, আব্দুর রহিম, আরিফ উদ্দিন, সুমন মিয়া, আপেল মিয়া, মমিনুল হক, তুহিন মিয়া, সাজু মিয়া, ফারুক হোসেন, জিল্লুর রহমান, কবির হোসেন প্রমুখ।