12
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা -৩ (সাদুল্লাপুর -পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকার মাঝি হলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি । গাইবান্ধা ৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনের উপ- নির্বাচনে বাংলাদেশ কৃষকলীগের সাধারণ-সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি কে নৌকা মনোনীত প্রার্থী নির্বাচিত করলেন, জননেত্রী শেখ হাসিনা।
শবিবার(১৫ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাশী ২৫ জনের সাক্ষাৎকার শেষে ১০ টা ৪০ পর চুড়ান্ত ভাবে (দশম)জাতীয় সংসদের সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড উম্মে কুলসুম স্মৃতির নাম অনুষ্ঠানিকভাবে ভাবে ঘোষণা করা হয়। সরকার দলীয় বাংলাদেশ আওয়ামী লীগের সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার গত ২৭ ডিসেম্বর মৃত্যুতে এ আসন শূন্য হয়।
২০১৪ থেকে ২০১৮ সালে নির্বাচনে পরপর ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। সাদুল্লাপুর ও পলাশবাড়ী এই দুই উপজেলা নিয়ে ৩১, গাইবান্ধা-৩ আসনটিতে সাদুল্লাপুর উপজেলায় ১১টি ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলায় ৯টি ইউনিয়ন সর্বমোট ২০টি ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত। গত নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৪ লক্ষ ১১ হাজার ৮৫৪ জন। এর আগে অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । সম্প্রতি তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। যার ফলে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এ আসনে।