উৎস ডেস্কঃ
বাংলাদেশের সঙ্গে বেলজিয়ামের সময়ের ব্যবধান কমাতে রোববার (২৯ মার্চ) স্থানীয় সময় রাত ২টায় এক ঘণ্টা সময় এগিয়ে আনা হবে। ২টার সময় ঘড়ির কাঁটা পরিবর্তন করে ৩টা করা হবে।
এতে করে বাংলাদেশের সঙ্গে বেলজিয়ামের সময়ের ব্যবধান কমে আসবে। বর্তমানে বাংলাদেশ বেলজিয়াম মধ্যে সময়ের ব্যবধান পাঁচ ঘণ্টা।
নিয়মানুসারে বছর শুরুর তৃতীয় মাসের শেষ দিকে এবং বছর শেষের দুমাস আগে বেলজিয়াম সময় পরিবর্তন করা হয়। দিবালোক সঞ্চয় করতে প্রতি গ্রীষ্ম ও শীতে এই এক ঘণ্টার হেরফের করা হয়। শীতে এক ঘণ্টা পেছানো হয় আর গ্রীষ্মকালে এক ঘণ্টা বাড়ানো হয়।