উৎস ডেস্কঃ
চট্টগ্রামের চন্দনাইশে প্রানঘ্তী করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ১০ মাস বয়সী এক শিশুর দেহে ।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ১৪০ জনের নমুনা নিয়ে ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়েছিল। মঙ্গলবার পরীক্ষা করে চারজনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। তাদের মধ্যে ১০ মাসের ওই শিশুও রয়েছে। শিশুটির বাবা–মা চন্দনাইশের জোয়ারা এলাকায় থাকেন। বাকি তিনজন বান্দরবান জেলার ।
শিশুটি কিভাবে এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন সে বিষয়ে কিছু জানাননি তিনি।