3
করোনাভাইরাসে মৃত জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের দাফন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে এই বরেণ্য শিক্ষাবিদকে সমাহিত করা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
পরে জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি। এ কারণে শ্রদ্ধাঞ্জলি ও জানাজার সিদ্ধান্ত থেকে সরে এসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় তার পরিবার।
এসময় তার ছেলেসহ কয়েকজন স্বজন সেখানে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আনিসুজ্জামান। মৃত্যুর পর রিপোর্টে করোনা পজিটিভ আসায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়।