উৎস ডেস্কঃ
অকালে চুল পড়া বন্ধ করতে ব্যবহার করতে পারেন মেথির হেয়ার প্যাক। মেথিতে রয়েছে অ্যান্টি–অক্সিডেন্ট, পটাসিয়াম, আয়রনসহ আরও বিভিন্ন প্রয়োজনীয় উপাদান; যা চুল পড়া বন্ধ করবে।
যেভাবে তৈরি করবেন হেয়ার প্যাক–
উপকরণ
মুঠো ভর্তি মেথি, ২ চা চামচ বেসন ও ১ চা চামচ দইG
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন–
৬ ঘণ্টা মেথি পানিতে ভিজিয়ে রেখে গ্রিন্ডারে দিন। বেসন ও দই দিয়ে ভালো করে গ্রিন্ড করে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধ হবে।