25
উৎস ডেস্কঃ
রংপুরে ছাগলে প্রতিবেশির ক্ষেতের ফলস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগৎ জীবন গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে।
নিহত আবুল হোসেন (৫০) ওই গ্রামের শাহার আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ওই গ্রামের মুনছুর আলীর ছেলে খবির উদ্দিন ফসল খাওয়ার অভিযোগে প্রতিবেশী আবুল হোসেনের একটি ছাগল খোয়াড়ে দেয়। বিষয়টি নিয়ে আজ দুপুরে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবুল হোসেনসহ উভয় পক্ষের প্রায় ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে রুস্তম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, মরদেহের সুরতহাল করে মর্গে পাঠানো হবে। মামলা দায়েরে হয়েছে।