73
শামীম খানঃ
জমির ফসল কাটা নিয়ে বিরোধের জের ধরে বুধবার(১৪অক্টোবর) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে দু’পক্ষের সংর্ঘষে মহিলাসহ ৯ জন গুরুতর ভাবে আহত হয়েছে।
আহতদেরকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। এর মধ্যে অগুরুতর আহত অবস্থায় মুছা করিম (৪৫) ও আব্দুল খালেককে (৭০) যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, গত কয়েক মাস পুর্বে ক্ষেতের পটল কাটা নিয়ে আব্দুল খালেকের সাথে প্রতিবেশী জহুরুলদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষে মধ্যে বিরোধ চলে আসছিলো।
এ ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে দু’পক্ষ দা নিয়ে সংর্ঘষে জরিয়ে পরে। দু’পক্ষের সংর্ঘষে আহত হয়েছে আব্দুল খালেক (৭০),ছেলে মুছা করিম (৪৫),ইউনুচ আলী (৪০) মেয়ে রাবিয়া খাতুন (২২) ও অপর পক্ষে আহত হয়েছে সোহাগ (২৫),হাফিজুর রহমান (৩৫),জাহিদুল ইসলাম (২৫),জহুরুল ইসলাম (৩০),নাসির উদ্দীন (৪৫) ও বাবুল আক্তার (৩০)।
উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ আকবার নেওয়াজ জানান, আব্দুল খালেক ও তার ছেলে মুছা করিমের অবস্থা খুব খারাপ হওয়ার কারণে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।