1
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি গ্রামে এবার পুর্ব শত্রুতার জেরে দিনের আলোই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো ২৬ কাঠা জমির আখ ক্ষেত। এ কেমন শত্রুতা,যে শত্রুতার কারনে আখ ক্ষেত পুড়িয়ে দিয়ে তার প্রতিশোধ নেওয়া হলো।
এলাকাবাসী জানান, গরু কেনা বেচা আর নিয়ে প্রতিবেশী আলী হোসেন,জালাল,আশাদুল ইসলাম আশার সাথে ছানোয়ার হোসেনের বিরোধ চলে আসছিলো। বিভিন্ন সময় তারা বিভিন্ন ভাবে হুমকি ধামকিও দিয়ে আসছিলো।
তারা আরো জানান,এসব কারনেই তারা গত রোববার (২২ নভেম্বর) দুপুরে ছানোয়ার হোসেনের ২৬ কাঠা জমির আখ ক্ষেত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দু’টি ইঞ্জিন আগুন নেভাতে আসেন।
ছানোয়ার হোসেনের স্ত্রী মাহফুজা খাতুন জানান, আমার স্বামীকে একাট ষড়যন্ত্র মুলক মামলা দিয়ে জেলে পাঠিয়ে আমাদের প্রতিবেশী আলী হোসেন,জালাল,আশাদুল ইসলাম আশা আমাদের জমির আখ ক্ষেতটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনে আমাদের প্রায় দেড়লাখ টাকার আখ একেবারেই পুড়ে শেষ হয়ে গেছে।
এ ঘটনায় ছানোয়ার হোসেনের স্ত্রী মাহফুজা খাতুন বাদি হয়ে কাকিলাদাড়ি গ্রামের আলী হোসেন,জালাল,আশাদুল ইসলাম আশাকে আসামী এক একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এস আই নরউত্তম জানান, শত্রুতা থাকতেই পারে। তাই বলে মাঠের ফসল এভাবে পুড়িয়ে ক্ষতি করা ঠিক না। যে ভাবে মাঠের আখ ক্ষেতটি পুড়িয়েছে তা না ধেখলে বোঝানো যাবে না।