16
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গতকাল বুধবার সকালে বাংলাদেশ যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা-র্যালী ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হয়েছে।
উপজেলা যুবলীগের আহবায়ক কাজি আতিয়ার রহমানের সভাপতিত্বে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।
অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দীন আহাম্মেদ,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজি,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইয়াকুল আলী মাষ্টার, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মোল্লা আলমগীর কবির,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান,ফতেপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন লেণ্টু প্রমুখ।
পরে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।
এর পুর্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এক বনাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।