ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নতুন করে আরও ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কনোরা আক্রান্তের সংখ্যা দাড়াল ৯ জন। রোববার (২৬ এপ্রিল) সকালে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতে ২ জন, কালীগঞ্জে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের একজন ডেন্টাল সার্জন সহ ২ জন, কোটচাঁদপুরে ১ জন, মহেশপুরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ১ জন গাড়ী চালক এবং শৈলকুপাতে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের একজন অফিস সহকারী রয়েছে।
এদিকে ঝিনাইদহ ৬টি উপজেলার মধ্যে ৫টিতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বাকি রয়েছে শুধু হরিনাকুন্ডু উপজেলা।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভুলে এক জনের দুই বার পজেটিভ দেখানো হয়েছিল। কিন্তু পরে তা সংশোধন করা হয়। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৯ জনে।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আজ সকালে ১৪ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ টি পজেটিভ এসেছে। আক্রান্ত ৭ জনের মধ্যে একজন নারী, বাকি সবাই পুরুষ।
তবে প্রথমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভুল করে একটি নাম দু-বার লিখলেও পরে তা সংশোধন করে পাঠিয়েছে। আক্রান্তদের শারীরিক অবস্থা দেখে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে। সিভিল সার্জন আরো জানান, মানুষ সবকিছু বোঝার পরও ঘরে থাকছে না। তাদের ঘরে না রাখতে পারলে পরিস্থিতি খারাপ হতে পারে।