17
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে শ্রমিক সংকট নিরসণে এক কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রবিবার(১০ মে) সকালে সদরের গিলাবাড়িয়া গ্রামের মাঠে কৃষক মজনু খানের ক্ষেতের ধান কেটে দেয় তারা। ধান কেটে জমিতে রেখেন আসেন। পরে শুকালে তা বেঁধে মাড়াই করে দেওয়া হবে বলে জানায় জেলা স্বে^চ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি।
এসময় তিনি জানান, বোরো ধান কর্তনে কৃষকদের শ্রমিক সংকট নিরসনে স্বেচ্ছাসেবক দল এ কার্যক্রম শুরু করেছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে কৃষকদের ধান কেটে দেওয়া হবে।