18
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে রাস্তার পাশের জঙ্গল থেকে এক নবজাতক ছেলে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪আগস্ট) সকালে যশোর মহসড়কের তেতুলতলা বাজার পাশে মায়াধরপুর এলাকা থেকে ওই ছেলে নবজাতককে উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে একটি নবজাতক শিশুকে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বাচ্চাটি এখন ভালো আছে। আগ্রহী যে কেউ চাইলে বাচ্চাটির দ্বায়িত্ব নিতে পারেন।
এর আগে ১১ আগষ্ট সন্ধ্যা রাতে কালীগঞ্জ শহর থেকে মাথা ও হাত কাটা এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।