6
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে শোক র্যালী, আলোচনা, মিলাদ মাহফিল ও গণভোজের মধ্যে দিয়ে স্বাদীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হচ্ছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৫আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরনা একাত্তর চত্তরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন সংগঠন। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।