12
সারা দেশে রেল যোগাযোগ বন্ধের মধ্যেই রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিন নারীসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরে উপজেলার অন্যদানগর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পীরগাছা থানার ওসি মো. রেজাউল করিম যুগান্তরকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে আসা তিন নারী যাত্রী অটোরিকশাযোগে পীরগাছায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অন্যদানগর রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেনের ইঞ্জিন তাদের অটোকে ধাক্কায় দেয়।
এতে ঘটনাস্থলেই অটোচালক ও এক নারী নিহত হয়। আহত বাকি দুই নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদেরও মৃত্যু হয়।