মিজানুর রহমান, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
No Helmet No Ride “হেমলেট পরিধান করুন জীবন বাচান “, সরকারি পূর্ব মাদারীপুর কলেজ এর উদ্যেগে নিহালের মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না,হেমলেট পরিধান করুন জীবন বাচান। আজ শনিবার সকাল ১০ টায় সরকারী পূর্ব মাদারীপুর কলেজ থেকে শুরু করে ডামুড্যা বাসস্ট্যান্ডে জনসচেতনতা মূলক কর্মসূচি চলে। পূর্ব মাদারীপুর কলেজ স্কাউট দল চকলেট বিতরন করে এবং সচেতনতামূলক আলোচনা করেন। হেমলেট পরিধান করুন জীবন বাচান জনসচেতনা মূলক কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি পূর্ব মাদারীপুর কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সরকারি পূর্ব মাদারীপুর কলেজের প্রভাষক মোঃ শওকত, নাসির উদ্দিন, মাহাবুব আলম,ডামুড্যা থানা পুলিশ পরিদর্শক সজল সহ প্রমুখ।