মিজানুর রহমান, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।
১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে পৌরসভার ধানহাট ব্রীজের দক্ষিন পাশে বেদে সম্প্রদায়ের মাঝে, ধানকাটি ইউনিয়নে শিধলকুড়া ইউনিয়নে ও কনেশ্বর ইউনিয়নের ছিন্নমুল দুস্থ ও অসহায় শীতার্তদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার।
বেদে সম্প্রদায় কালু সরদার, বলেন আমরা নদীর পাড়েই ঘর তুলে থাকি। রাতে আমরা সবাই ঘুমাইয়া ছিলাম, আমাদের ঘরের সামনে এসে এ স্যার আমাদের ডাক দেন পরে স্যার আমাদের সকলের গায়ে কম্বল পড়িয়ে দেন। আল্লাহ এ স্যারের ভালো করবে।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে ৬০টি শীতার্ত পরিবারের মাঝে সরকারি কম্বল বিতরণ করা হয়। নির্বাহী অফিসার স্থানীয় সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং সচ্ছল ব্যক্তিদেরকে গরীবদের পাশে শীতবস্ত্র নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।