স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্পণ দিবস উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের উদ্যোগে মিরপুরের শিয়ালবাড়ি বস্তি ও শাহ্ আলী মাজারের সম্মুখে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর অধ্যাপক এস এম আলী আজম।
এসময় উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি ও অতিরিক্ত প্রধান জেলা প্রশিক্ষক মো. নাহিদ মুন্সি, প্রাক্তন সভাপতি ও রোটার্যাক্ট জেলা সমন্বয়ক তানভীর আহমেদ, প্রাক্তন সভাপতি ও ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেটর মো. মিজানুর রহমান, সদ্য প্রাক্তন সভাপতি ও রোটার্যাক্ট জোন ৮বি এর জোনাল রিপ্রেজেন্টিটিভ মো. নাবির হোসেন,
রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সভাপতি মো. তরিকুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ফোর্টের সভাপতি আসিফ আহমেদ আপন, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের নির্বাচিত সভাপতি শেখ আহাসানুর রহমান জিম, সচিব মাহির শাহরিয়ার পূণ্য, ক্লাব সেবা পরিচালক মুবিন শুভ্র, আন্তর্জাতিক সেবা পরিচালক নিয়ন্তা মাহজাবিন, পেশা উন্নয়ন সেবা পরিচালক আয়েশা ইসলাম, সহ সম্পাদক মালিহা আলম, চিফ সার্জেন্ট অ্যাট আর্মস আব্দুর রহমান হিমেল, প্রাক্তন যুগ্ম সচিব রজনীগন্ধা সরকার প্রমুখ।
প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সমাজসেবা পরিচালক আদিবা আজম মাটি।
উল্লেখ্য, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ ৯ম বারের মতো শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
এছাড়া রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ প্রতিষ্ঠাকাল হতে নানামুখী সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করেছে। তন্মধ্যে রয়েছে- ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ব্লাড গ্রুপিং, রক্তদান কর্মসূচি, ফ্রি ডেন্টাল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচি, অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি, টিকাদান কর্মসূচি, পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি প্রভৃতি।