36
মহামারী করোনাভাইরাসে বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার আক্রান্ত হয়েছেন । বুধবার তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।
তবে এমনিতে তার কোনো উপসর্গ ছিল না বলে মন্তব্য করেন মোহাম্মদ এনামুল আহসান।
তিনি বলেন, গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে।
করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতে আইসোলেশনে আছেন তথ্য সচিব।
তবে তার স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।