সোমবার (২৭ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান।
দেশে ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত দেশে ৫ হাজার ৯১৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মোট ১৫২ জন আক্রান্ত মৃত্যুবরণ করেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ৪৯৭ জন রোগী শনাক্ত হয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৭ জনের ১ জন মহিলা এবং ৬ জন পুরুষ। ৫ জনের বয়স ৬০ বছরের বেশি, একজনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১০ বছরের নিচে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছিল ৪ হাজার ১৯২টি। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৩১ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, মারা যাওয়াদের ৫ জন ঢাকার, ১ জন সিলেটের ও ১ জন রাজশাহীর।
তিনি বলেন, যারা ঘরে বসে সুস্থ হয়েছেন তাদের সংখ্যা আমরা এখনো আপডেট করিনি। খুব শিগগিরই আমরা সে সংখ্যা আপডেট করব।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনি সকলকে ঘরে থাকার এবং কিছুক্ষণ পর পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার পরামর্শ দেন।