208
উৎস ডেস্কঃ
নওগাঁর বদলগাছীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাইভেট পড়ানোয় মোজাফফর হোসেন নামে এক মাদরাসা শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোজাফফর হোসেন চাংলা জেএম বহুমুখী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।
নিষেধাজ্ঞা থাকার পরও তিনি মাদরাসার শ্রেণিকক্ষে নিয়মিত প্রাইভেট পড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম গতকাল বুধবার সকাল ১১টায় মাদরাসায় গিয়ে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম বলেন, ‘নিষেধ করা সত্ত্বেও মোজাফফর হোসেন ২০ শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন।
দেশের এমন সংকটময় অবস্থায় সব শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে সরকার।, ‘ছুটি দেয়া মানে বাাইরে ঘোরাঘুরি নয়, অবশ্যই বাসায় থাকতে হবে।