উৎস ডেস্কঃ
ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপনে ২৫ হাজার কারাবন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে মিয়ানমার। শুক্রবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এমন খবর দিয়েছে।
প্রেসিডেন্ট উইন মিন্ট বলেন, দেশজুড়ে ২৪ হাজার ৮৯৬ কারাবন্দি, যাদের মধ্যে ৮৭ বিদেশি নাগরিকও আছেন, তাদের নিঃশর্ত মুক্ত করে দেয়া হবে।
মানবিক দিক বিবেচনা করে এবং জনগণের মধ্যে স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
তবে এসব বন্দির কী অপরাধে কারাদণ্ড হয়েছিল, তার বিস্তারিত জানাননি প্রেসিডেন্ট।
মুক্ত পরিবার সদস্যদের স্বাগত জানাতে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসিয়ান কারাগারে লোকজনকে ভিড় করতে দেখা গেছে।
যদিও প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিরোধে জমায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়ানমার।
দেশটিতে করোনায় ৮৫ জন আক্রান্ত এবং চারজনের মৃত্যু হয়েছে। সরকারের সঙ্গে ভিন্নমতের কারণে আটক বন্দিদের ছেড়ে দেয়া হবে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ নিয়ে কারামুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়নি রয়টার্স।
মিয়ানমারের কারামুখপাত্র এর আগে বলেন, দেশে কোনো রাজনৈতিক বন্দি নেই। শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি ২০১৬ সালে ক্ষমতায় এলে তিনি কয়েকশ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছিলেন।–সূত্রঃ রয়টার্স