স্টাফ রিপোর্টার:
নতুন বছরের সূচনালগ্নে ১ জানুয়ারি ২০২১ বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে ঢাকার মিরপুরে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এস এম আলী আজম। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রত্যয় বিশ্বাস, সাধারণ সম্পাদক বৃষ্টি ভদ্র, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল মামুন রিশাদ, সাংস্কৃতিক সম্পাদক আদিবা আজম মাটি প্রমুখ। কর্মসূচির আহ্বায়ক ছিলেন সংগঠনের রক্তদান বিষয়ক সম্পাদক লামিয়া আহমেদ । ইতোপূর্বে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। দরিদ্র মানুষের শীতের কষ্ট দূর করার লক্ষ্যে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।