29
উৎস ডেস্কঃ
বুধবার সন্ধায় দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ হিসাবে বৃহস্পতিবার ৩০ দিনে পূর্ণ হবে চলতি রজব মাস। আগামী শুক্রবার ২৭ মার্চ থেকে গণনা শুরু হবে শাবান মাস। আগামী ১৪ শাবান অর্থাৎ ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান-উল-আলম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু:আ:হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম প্রমুখ।
ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। শবে বরাত উপলক্ষে আগামী ১০ এপ্রিল সরকারি ছুটি।