ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গত সোমবার গভীর রাতে সীমান্ত এলাকার চুন্নিরআইট ব্রীজের উপর থেকে ১কেজিসহ ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ (৫০),আলমামুন (২৩) ও দেলোয়ার হোসেনকে (৩৫) আটক করে।
থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আব্দুল জলিল সঙ্গীও ফোর্স নিয়ে সোমবার গভীর রাতে বাঁশবাড়ীয়া ইউনিয়নের চুন্নিরআইট ব্রীজের উপর থেকে ভারত থেকে আসার সময় ১ কেজি গাজাসহ টুন্নিরআইট গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল ওয়াহেদ,শহীদুল ইসলামের ছেলে আলমামুন ও কাজিরবেড় ইউনিয়নের পুরাতনকোলা গ্রামের হোসেন আলী ব্যপারীর ছেলেদেলোয়ার হোসেনকে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গাজাসহ তিন ব্যবসায়ীকে আটকের ঘটনায় মামলা হয়েছে। আটক কৃতদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।