উৎস ডেস্কঃ
ঝিনাইদহ জেলায় প্রথম দু জন করোনা আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে একজন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোল্লাডাঙ্গা গ্রামে। তিনি পুরুষ বয়স, ৩২ বছর। তিনি সম্প্রতি মাদারিপুর থেকে বাড়িতে এসেছেন।
অপর জনের বাড়ি ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকায়। তিনি একজন নারী, বয়স ৩৫ বছর। ঢাকা থেকে সম্প্রতি বাড়িতে এসেছেন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, তাদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ তাদের রিপোর্ট পজেটিভ এসেছে।