মিজানুর রহমান, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ জানান, ডামুড্যা উপজেলা এ পর্যন্ত সর্বমোট ৬৬ টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০:৩০ টায় উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ দিনে ডামুড্যা উপজেলায় একযোগে ৩৬ টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হবে