3
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা ও ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি এক পল্লী চিকিৎসক আটক হয়েছে।
আটক ওই পল্লী চিকিৎসকের নাম আব্দুল লতিফ(৫৫)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনš—পুর ডাক্তার টারি গ্রামের মৃত আজিজার রহমান ওরফে গ্যাদা বেপারীর ছেলে।
জানা গেছে, শনিবার গভীর রাতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল অনš—পুর গ্রামের ওই পল্লী চিকিৎসকের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজা উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করে।
কুড়িগ্রাম ডিবি পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ আহমেদ জানান, মাদকসহ আটক ওই পল্লী চিকিৎসককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।