প্রতিবেশীর মুঠোফোন দিয়ে ওসিকে ফোন দেন ফাতেমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা। তার ফোন পেয়ে কিছু সময় পর পটুয়াখালীর দুমকি থানার ওসি নিজেই তার ঘরে খাবার পৌঁছে দেন।
মঙ্গলবার সকালে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত সত্তার শিকদারের স্ত্রী ফাতেমা। তার একটি মেয়ে আছে সে প্রতিবন্ধী। স্বামীকে হারিয়ে ফাতেমা বেঁচে থাকার তাগিদে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন।
কিন্তু করোনার কারণে সেই পথও বন্ধ হয়ে গেলে তিনি নিরুপায় হয়ে ওসি মো. মেহেদী হাসানকে ফোন দিলে ফাতেমা বেগম খাদ্য সহায়তা পান।
ওসি মো. মেহেদী হাসান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে। প্রতিদিনই কেউ না কেউ ফোন দিয়ে কষ্টের কথা বলেন। তাই আমাদের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সহযোগিতায় উপজেলার গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।