ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘সেবা নিন সুস্থ থাকুন’ এ শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার নারিকেল বাড়ীয় জেড এ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন এর সার্বিক তত্বাবধানে এ ক্যাম্পের আয়োজন করে সদর হাসপাতালের আরএমও ডাঃ লিমন পারভেজ।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, নারিকেল বাড়ীয় জেড এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, ডা: লিমন পারভেজ, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস।
দিনব্যাপী ওই এলাকার ২ শতাধিক অসহায় ও দুস্থ রোগিদের চিকিৎসা সেবা প্রদাণ করেন ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও ডাঃ লিমন পারভেজসহ ১০ জন চিকিৎসক। চিকিৎসা শেষে আগত রোগিদের মাঝে বিনামুল্যে ঔষধ প্রদাণ করা হয়। ডাঃ লিমন পারভেজ বলেন আমি আমার নিজ ইউনিয়ন থেকে শুরু করছি, আমি ঝিনাইদহে সব ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে চাই।