1
ঝিনাইদহ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহাদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস, প্রচার সম্পাদক খান জাহান আলী, সদর থানা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সাল, সাবেক সদর উপজেলা যুবলীগের আহবায়ক নুরে আলম বিপ্লব সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও মৌলবাদি চক্র মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি করছে। এসব অপব্যাখ্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।