মিজানুর রহমান, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যায় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কনেশ্বর এস সি এডওয়ার্ড ইন্সস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মাঝি সভাপতি ও আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, প্রধান শিক্ষক দারুল আমান উচ্চ বিদ্যালয়,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রধান শিক্ষক আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়,কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন প্রধান শিক্ষক দারুস সালাম উচ্চ বিদ্যালয়। আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
সম্মেলন থেকে দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষক নেতারা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমেই কেবল শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করা সম্ভব। সমিতির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আনোয়ার কামাল, সভাপতি, শরীয়তপুর জেলা শিক্ষক সমিতি। সমিতির বিদায়ী সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি,শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমীন রতন।